নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) “Spatiotemporal Pattern of Fish Migration in Coastal Ecosystems of Bangladesh” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে উপকূলীয় অঞ্চলে মাছের পরিব্রজন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব গ্লাসগো-এর সিনিয়র লেকচারার ড. নীল বার্নস।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান বলেন, “মাছের পরিব্রজন অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, যা গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।”
উপাচার্য ড. ইসমাইল আশাবাদ ব্যক্ত করেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নোবিপ্রবির অবস্থান আরও সুদৃঢ় হবে।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এমআর/সবা


























