খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
অন্যদিকে সাধারণ শিক্ষার্থী ও যুবসমাজের ব্যানারে ভাইবোনছড়া আইডিয়াল স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পানছড়ি-খাগড়াছড়ি সড়কের ভাইবোনছড়া থেকে দেওয়ানপাড়া ঘুরে এসে আইডিয়াল স্কুলের সামনে শেষ হয়। মিছিল চলাকালে প্রায় দুই ঘণ্টা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সাথে বৈঠক করেন, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। তিনি আশ্বাস দেন ধর্ষক যেই হোক বিচারের আওতায় আনবে।
এসময় ৫ নং ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা, ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী বাচ্চুু, এস আই খোরশেদ আলম, গণমাধ্যম কর্মী, হলাপ্রু মারমা, প্রশান্ত কুমার ত্রিপুরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।




















