নির্বাচনের দীর্ঘ চার মাস পর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক ও কাউন্সিলররা আগামী ১১ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করবেন। ওইদিন বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। সভার শুরুতেই মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করবেন। সুধীজনের বক্তব্যের পর সভা শেষ হবে। এর মধ্য দিয়েই নতুন পরিষদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে।
জানা গেছে, কেসিসির নির্বাচিত মেয়ররা প্রতিবার বেশ ঘটা করেই দায়িত্ব নেন। জাঁকজমক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের। তবে এ বছর তেমন কোনো আয়োজন থাকছে না।
এর আগে গত ১২ জুন কেসিসিতে ভোট হয়। নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেন ৩ জুলাই। তবে আইনি কারণে প্রায় চার মাস পর তারা দায়িত্ব নিচ্ছেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম জানান, স্থানীয় সরকার আইনে সাধারণ সভার মধ্য দিয়েই মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শুরুর কথা উল্লেখ রয়েছে। এজন্য ১১ অক্টোবর সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভায় খুলনা ও বাগেরহাটের সব সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
#
























