আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে তাদের প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীনকে চূড়ান্ত করে মাঠে নামিয়েছে। তিনি নিয়মিত রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, বিএনপিতে রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে মাঠে আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, যিনি দানবীর ও নির্ভীক রাজপথকর্মী হিসেবে এলাকায় পরিচিত। রয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী কর্নেল আজিম উল্লাহ বাহার (অব.)। তিনি সে নির্বাচনে মাত্র দুই ঘণ্টায় অর্ধলাখ ভোট পেয়ে আলোচনায় এসেছিলেন।
মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। পাশাপাশি নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন, এবং ডা. খুরশীদ জামিল চৌধুরীর নামও আলোচনায় রয়েছে।
এ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন আল্লামা হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ্ চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
এর আগে এ আসনে বিএনপি, আওয়ামী লীগ, ১৪ দল, ত্বরীকত ফেডারেশনসহ বিভিন্ন দলের নেতারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবার জামায়াত নিশ্চিত প্রার্থী চূড়ান্ত করলেও বিএনপিতে মনোনয়ন পাওয়া নিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ প্রতিযোগিতা।
এমআর/সবা

























