০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবসরে পাঠানো ম্যারাডোনার জার্সি ব্রুইনার গায়ে কেন?

ম্যানচেস্টার সিটিতে এক দশক কাটিয়ে অবশেষে নতুন অধ্যায় শুরু করেছেন কেভিন ডি ব্রুইনা। ৩৪ বছর বয়সে এসে এই বেলজিয়ান মিডফিল্ডার যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। যদিও নতুন ক্লাবে তাঁর নতুন জার্সি হবে ‘নম্বর ১১’, তবে অনুশীলনে তাঁকে দেখা গেছে খুবই পরিচিত এক জার্সিতে—ডিয়েগো ম্যারাডোনার ‘নম্বর টেন’!

ম্যারাডোনা ফুটবলের কিংবদন্তি, নাপোলি ক্লাব আর নেপলস শহরে তিনি তো প্রায় ঈশ্বরতুল্য। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত সময়টা এই আর্জেন্টাইন তারকা নাপোলিকে এনে দিয়েছিলেন দুটি সিরি ‘আ’র শিরোপা, একটি উয়েফা কাপ, নাপোলিতে থাকা অবস্থাতেই লিখেছিলেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের রূপকথা। সেই কৃতজ্ঞতায় ক্লাবটি তাঁর ১০ নম্বর জার্সি অবসরেও পাঠিয়েছে। এখন আর নাপোলিতে কেউ ১০ নম্বর জার্সি পরে খেলেন না।

তবু অনুশীলনে ডি ব্রুইনার গায়ে কেন ম্যারাডোনার ‘নম্বর টেন’? আসলে ডি ব্রুইনাকে সম্মান জানানোর জন্যই শুধু অনুশীলনের জার্সিতে ম্যারাডোনার সেই নম্বরটি ফিরিয়ে আনা হয়েছে। যে সম্মাননা পেয়ে ডি ব্রুইনা খুবই আপ্লুত, ‘শুরুতে তো একটু অবাকই হয়েছিলাম। কারণ আমি জানি, এ নম্বরটা ক্লাব অবসরে পাঠিয়েছে। কিন্তু একভাবে এটা সত্যিই অনেক বড় সম্মানের ব্যাপার। ক্লাব এবং দলের পক্ষ থেকে আমাকে এমন দায়িত্ব দেওয়া, এটা বিশেষ কিছু।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

অবসরে পাঠানো ম্যারাডোনার জার্সি ব্রুইনার গায়ে কেন?

আপডেট সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ম্যানচেস্টার সিটিতে এক দশক কাটিয়ে অবশেষে নতুন অধ্যায় শুরু করেছেন কেভিন ডি ব্রুইনা। ৩৪ বছর বয়সে এসে এই বেলজিয়ান মিডফিল্ডার যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। যদিও নতুন ক্লাবে তাঁর নতুন জার্সি হবে ‘নম্বর ১১’, তবে অনুশীলনে তাঁকে দেখা গেছে খুবই পরিচিত এক জার্সিতে—ডিয়েগো ম্যারাডোনার ‘নম্বর টেন’!

ম্যারাডোনা ফুটবলের কিংবদন্তি, নাপোলি ক্লাব আর নেপলস শহরে তিনি তো প্রায় ঈশ্বরতুল্য। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত সময়টা এই আর্জেন্টাইন তারকা নাপোলিকে এনে দিয়েছিলেন দুটি সিরি ‘আ’র শিরোপা, একটি উয়েফা কাপ, নাপোলিতে থাকা অবস্থাতেই লিখেছিলেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের রূপকথা। সেই কৃতজ্ঞতায় ক্লাবটি তাঁর ১০ নম্বর জার্সি অবসরেও পাঠিয়েছে। এখন আর নাপোলিতে কেউ ১০ নম্বর জার্সি পরে খেলেন না।

তবু অনুশীলনে ডি ব্রুইনার গায়ে কেন ম্যারাডোনার ‘নম্বর টেন’? আসলে ডি ব্রুইনাকে সম্মান জানানোর জন্যই শুধু অনুশীলনের জার্সিতে ম্যারাডোনার সেই নম্বরটি ফিরিয়ে আনা হয়েছে। যে সম্মাননা পেয়ে ডি ব্রুইনা খুবই আপ্লুত, ‘শুরুতে তো একটু অবাকই হয়েছিলাম। কারণ আমি জানি, এ নম্বরটা ক্লাব অবসরে পাঠিয়েছে। কিন্তু একভাবে এটা সত্যিই অনেক বড় সম্মানের ব্যাপার। ক্লাব এবং দলের পক্ষ থেকে আমাকে এমন দায়িত্ব দেওয়া, এটা বিশেষ কিছু।’

আরকে/সবা