০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি ও আলবা এক ম্যাচ নিষিদ্ধ!

টেক্সাসের অস্টিনে আজ (বৃহস্পতিবার) আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার দল মুখোমুখি হয়েছে। এমএলএস অলস্টারের প্রাথমিক তালিকায় ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং জর্দি আলবা থাকলেও, চূড়ান্ত স্কোয়াডে তারা নাম প্রত্যাহার করেন। ফলে স্বাভাকিভাবেই অলস্টার ম্যাচে খেলেননি বার্সেলোনার সাবেক দুই তারকা। সে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি-আলবা।

এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর এই কঠোর বিধিতে পড়তে পারেন মেসি-আলবা। আগামী শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি সম্ভবত সেই ম্যাচে নিজেদের প্রধান দুই তারকাকে হারাতে যাচ্ছে। এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।

আমেরিকান লিগের দলটি অবশ্য মেসি-আলবাদের ছাড়াই মেক্সিকান লিগার অলস্টারদের ৩-১ ব্যবধানে হারিয়েছে। ১৯৯৬ সাল থেকে এমএলএস অলস্টারদের নিয়ে হয়ে আসছে এমন ম্যাচ।

এদিকে, অলস্টার ম্যাচ থেকে মেসি ও আলবার নাম প্রত্যাহার করা নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তারা এর সুনির্দিষ্ট কারণ জানায়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা।

মেসি-আলবার নাম প্রত্যাহারের কারণ না জানালেও, ইন্টার মায়ামি যে তাদের বিশ্রামে দিতে চেয়েছে সেটা অনুমান করাই যায়। কোচ হাভিয়ের মাশ্চেরানোর সংবাদ সম্মেলনেও বারবার বিষয়টি আলোচনায় ওঠে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

মেসি ও আলবা এক ম্যাচ নিষিদ্ধ!

আপডেট সময় : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

টেক্সাসের অস্টিনে আজ (বৃহস্পতিবার) আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার দল মুখোমুখি হয়েছে। এমএলএস অলস্টারের প্রাথমিক তালিকায় ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং জর্দি আলবা থাকলেও, চূড়ান্ত স্কোয়াডে তারা নাম প্রত্যাহার করেন। ফলে স্বাভাকিভাবেই অলস্টার ম্যাচে খেলেননি বার্সেলোনার সাবেক দুই তারকা। সে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি-আলবা।

এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর এই কঠোর বিধিতে পড়তে পারেন মেসি-আলবা। আগামী শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি সম্ভবত সেই ম্যাচে নিজেদের প্রধান দুই তারকাকে হারাতে যাচ্ছে। এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।

আমেরিকান লিগের দলটি অবশ্য মেসি-আলবাদের ছাড়াই মেক্সিকান লিগার অলস্টারদের ৩-১ ব্যবধানে হারিয়েছে। ১৯৯৬ সাল থেকে এমএলএস অলস্টারদের নিয়ে হয়ে আসছে এমন ম্যাচ।

এদিকে, অলস্টার ম্যাচ থেকে মেসি ও আলবার নাম প্রত্যাহার করা নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তারা এর সুনির্দিষ্ট কারণ জানায়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা।

মেসি-আলবার নাম প্রত্যাহারের কারণ না জানালেও, ইন্টার মায়ামি যে তাদের বিশ্রামে দিতে চেয়েছে সেটা অনুমান করাই যায়। কোচ হাভিয়ের মাশ্চেরানোর সংবাদ সম্মেলনেও বারবার বিষয়টি আলোচনায় ওঠে।

আরকে/সবা