বাংলাদেশ সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে ক্ষতি সাধন ও স্বেচ্ছায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশুলিয়ার পৃথক মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। অপরদিকে ভুয়া প্রতিষ্ঠান খুলে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া দুদকের অনুসন্ধান চলমান থাকায় সংস্থাটির দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ পাঁচ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্যদিকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুদক ও আদালত সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে ক্ষতি সাধন ও স্বেচ্ছায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন- আশিকুর রহমান তানভীর, জেফরি অভিষেক সিকদার, আবু সুফিয়ান, শাকিল মিয়া।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ২২ জুলাই সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে রাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, খায়রুল হককে এরইমধ্যে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জানা যায়, দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালে খায়রুল হক শপথ নেন। পরের বছর ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান। আপিল বিভাগে থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন বহুল আলোচিত ও বিতর্কিত বিচারপতি খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন এই বিচারপতি। এ ছাড়া তিনি ঢাকার চার নদী রক্ষা, স্বাধীনতার ঘোষকসহ বিভিন্ন মামলায় রায় দেন।
২০১৩ সালে তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয় সাবেক এই বিচারপতিকে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
অপরদিকে, জুলাই আন্দোলন চলাকালে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় নিহত রাসেল গাজী হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়া একই থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
ওই মামলায় ইনু ও পলককে গ্রেপ্তার দেখানো জন্য গত ২০ জুলাই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। আর গত ৫ জুলাই মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন একই থানার উপ-পরিদর্শক মদন চন্দ্র সাহা। পরে গতকাল তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর শুনানি হলে আদালত সেটি মঞ্জুর করেন। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, ভুয়া প্রতিষ্ঠান খুলে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকার উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
এছাড়া, দুদকের সহকারী পরিচালক তানজিল হাসানের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কাজ চলমান থাকায় ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ পাঁচ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অন্যরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউসুফ ভূঁইয়া।
অপরদিকে, চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বেলা সোয়া ১১টার সময় শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন। আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম। এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এহয তথ্য নিশ্চিত করেছেন।























