০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপের প্রতিশোধ ইউরোতে!

নারী ইউরো চ্যাম্পিয়নশিপ

মধুর প্রতিশোধই নিল ইংল্যান্ডের নারীরা। দুই বছর আগে স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল তারা। সুইজারল্যান্ডের বাসেলে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই স্পেনকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা ছিল ম্যাচে।

এ নিয়ে টানা দ্বিতীয় ইউরো জিতল ইংল্যান্ডের মেয়েরা। ইউরোতে ইংল্যান্ডের আগে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল জার্মানির। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

২০২২ ইউরোর ফাইনালে জয়সূচক গোলটা করেছিলেন ক্লোয়ি কেলি। এবারের ফাইনালেও শেষ শটটা জালে জড়িয়ে ইংল্যান্ডকে উল্লাসে ভাসান কেলি। শিরোপা জিতে তার উচ্ছ্বাস, ‘শান্ত ছিলাম, সংযত ছিলাম। জানতাম বলটা জালে জড়াবে। টানা দুবার ইউরো জেতা বিশেষ কিছু।’

এবারই প্রথম ইংলিশ কোনো ফুটবল দল মর্যাদার শিরোপা জিতল বিদেশের মাটিতে। তাদের ছেলেদের দল ১৯৬৬ বিশ্বকাপ জিতেছিল নিজেদের মাঠ ওয়েম্বলিতে। মেয়েদের দলও ২০২২ ইউরো জিতেছিল নিজেদের মাঠে।

এর অন্যতম কৃতিত্ব দলটির কোচ কোচ সারিনা ভাইগমান। এ নিয়ে টানা তিনটি শিরোপা জিতলেন তিনি। দুটি ইংল্যান্ডের হয়ে, অন্যটি নেদারল্যান্ডসের হয়ে। এবারের শিরোপাটা কঠিন ছিল বেশি। কারণ ইউরো থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অধিনায়ক মিলি ব্রাইট। অবসর নিয়েছিলেন ম্যারি আরপস ও ফ্রান কিরবির মত তারকারাও। তাই কোচ ভাইগমান বললেন, ‘এটা অবিশ্বাস্য! কীভাবে এটা হল বুঝতে পারছি না। কিন্তু হয়ে গেছে। ভীষণ গর্বিত আমি।’

বাসেলের ফাইনালে ২৫ মিনিটে মারিওনা কালদেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। ওনা ব্যাটলের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৭ মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যালেসিয়া রুসো। বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলির করা ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রুসো। এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুই দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম ৪ শটের ৩টিই জালে জড়াতে পারেনি স্প্যানিয়ার্ড মেয়েরা। ইংল্যান্ড নিজেদের প্রথম ৪ শটের ২টি লক্ষ্যভেদ করে। পঞ্চম ও শেষ শটটি জালে জড়িয়ে শিরোপা নিশ্চিত করেন কেলি।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপের প্রতিশোধ ইউরোতে!

আপডেট সময় : ০৪:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

মধুর প্রতিশোধই নিল ইংল্যান্ডের নারীরা। দুই বছর আগে স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল তারা। সুইজারল্যান্ডের বাসেলে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই স্পেনকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা ছিল ম্যাচে।

এ নিয়ে টানা দ্বিতীয় ইউরো জিতল ইংল্যান্ডের মেয়েরা। ইউরোতে ইংল্যান্ডের আগে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল জার্মানির। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

২০২২ ইউরোর ফাইনালে জয়সূচক গোলটা করেছিলেন ক্লোয়ি কেলি। এবারের ফাইনালেও শেষ শটটা জালে জড়িয়ে ইংল্যান্ডকে উল্লাসে ভাসান কেলি। শিরোপা জিতে তার উচ্ছ্বাস, ‘শান্ত ছিলাম, সংযত ছিলাম। জানতাম বলটা জালে জড়াবে। টানা দুবার ইউরো জেতা বিশেষ কিছু।’

এবারই প্রথম ইংলিশ কোনো ফুটবল দল মর্যাদার শিরোপা জিতল বিদেশের মাটিতে। তাদের ছেলেদের দল ১৯৬৬ বিশ্বকাপ জিতেছিল নিজেদের মাঠ ওয়েম্বলিতে। মেয়েদের দলও ২০২২ ইউরো জিতেছিল নিজেদের মাঠে।

এর অন্যতম কৃতিত্ব দলটির কোচ কোচ সারিনা ভাইগমান। এ নিয়ে টানা তিনটি শিরোপা জিতলেন তিনি। দুটি ইংল্যান্ডের হয়ে, অন্যটি নেদারল্যান্ডসের হয়ে। এবারের শিরোপাটা কঠিন ছিল বেশি। কারণ ইউরো থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অধিনায়ক মিলি ব্রাইট। অবসর নিয়েছিলেন ম্যারি আরপস ও ফ্রান কিরবির মত তারকারাও। তাই কোচ ভাইগমান বললেন, ‘এটা অবিশ্বাস্য! কীভাবে এটা হল বুঝতে পারছি না। কিন্তু হয়ে গেছে। ভীষণ গর্বিত আমি।’

বাসেলের ফাইনালে ২৫ মিনিটে মারিওনা কালদেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। ওনা ব্যাটলের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৭ মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যালেসিয়া রুসো। বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলির করা ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রুসো। এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুই দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম ৪ শটের ৩টিই জালে জড়াতে পারেনি স্প্যানিয়ার্ড মেয়েরা। ইংল্যান্ড নিজেদের প্রথম ৪ শটের ২টি লক্ষ্যভেদ করে। পঞ্চম ও শেষ শটটি জালে জড়িয়ে শিরোপা নিশ্চিত করেন কেলি।

আরকে/সবা