ফেনীতে পাসপোর্ট করতে আসা এক মানব পাচারকারি ও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ৩ আগস্ট, রবিবার রাতে শহরের মহিপাল ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে পাচারকারির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে ফেনী শহরের মহিপাল ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে পাচারকারিসহ এক রোহিঙ্গা যুবক ও এক রোহিঙ্গা নারীকে আটক করেন পুলিশ ফাঁড়ির এসআই আকতার হোসেন। ধৃতরা হলেন, মানব পাচারকারি আবদুল মান্নান (৩৪)। সে জেলার পরশুরাম উপজেলার কালিনগর গ্রামের শফিকুর রহমানের ছেলে।
ধৃত রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১০ নং ব্লকের মো. আবু তৈয়বের ছেলে মো. আরাফাত (২৫) ও একই ক্যাম্পের জুবায়ের হোসেনের স্ত্রী রমিদা বেগম(২৬)।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বলেন, আটককৃত রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচারের জন্য ফেনীতে নিয়ে আসেন। ধৃত আব্দুল মান্নানের কাছ থেকে ৩টি বাংলাদেশী পাসপোর্ট ও ১৭টি পরিচয়পত্র ও নগদ ৯হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। মানবপাচার ও রোহিঙ্গাদের সহযোগীতার দায়ে মান্নানের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। ধৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
এমআর/সবা

























