রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় রাজস্থলী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মংঞো মারামা। প্রধান অতিথি হিসেবে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/সবা

























