০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘৭১ ও ‘২৪-কে মুখোমুখি না দাঁড় করানোর আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

একাত্তরকে চব্বিশের মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও প্ল্যাটফর্ম ‘৭১ ও ‘২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিভাজনের রাজনীতি উসকে দেয়ার চেষ্টা করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানাতে চায়, ‘৭১ ও ‘২৪ কখনোই পরস্পরবিরোধী নয় বরং ‘৪৭-এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, ‘৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ‘২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে। মুজিববাদী সংবিধানের ফলে সৃষ্টি ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘৪৭, ‘৭১ ও ‘২৪ এই ভূখণ্ডের মুক্তিসংগ্রামের এক-একটি ইতিহাসের ধারাবাহিকতা উল্লেখ করে রিফাত রশিদ বলেন, ‘যার সবই আমাদের গৌরবের অংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব সংগ্রামকে স্বীকার করে, সমভাবে সম্মান করে এবং একই সঙ্গে এ সকল সংগ্রামের প্রত্যেক সহযোগীকে আত্মিকভাবে ধারণ করে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘২৪ ও ‘৭১-কে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতির স্পষ্ট বিরোধিতা করছে এবং এ ধরনের অপচেষ্টাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, এই ধরনের অপরাজনীতি আসলে শাপলা ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। অথচ চব্বিশের ছাত্র-জনতার অভুত্থ্যানের মধ্য দিয়ে মুজিবাদী ব্যবস্থা ও বাহাত্তরের ত্রুটিপূর্ণ সংবিধানের ফলে সৃষ্ট দুর্বল রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে সুস্পষ্ট গণবিক্ষোভ। এ ধরনের অপরাজনীতি ছাত্র-জনতা কখনোই মেনে নিবে না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপরাজনীতি বন্ধ করে এই ভূখণ্ডের জাতীয় স্বার্থ ও জনকল্যাণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানাচ্ছে। অন্যথায়, যদি কেউ এ ধরনের অপরাজনীতিতে লিপ্ত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার পাঁয়তারা করে, তাহলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন সক্রিয়ভাবে নেতৃত্ব দেয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

‘৭১ ও ‘২৪-কে মুখোমুখি না দাঁড় করানোর আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ০২:৪৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

একাত্তরকে চব্বিশের মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও প্ল্যাটফর্ম ‘৭১ ও ‘২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিভাজনের রাজনীতি উসকে দেয়ার চেষ্টা করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানাতে চায়, ‘৭১ ও ‘২৪ কখনোই পরস্পরবিরোধী নয় বরং ‘৪৭-এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, ‘৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ‘২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে। মুজিববাদী সংবিধানের ফলে সৃষ্টি ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘৪৭, ‘৭১ ও ‘২৪ এই ভূখণ্ডের মুক্তিসংগ্রামের এক-একটি ইতিহাসের ধারাবাহিকতা উল্লেখ করে রিফাত রশিদ বলেন, ‘যার সবই আমাদের গৌরবের অংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব সংগ্রামকে স্বীকার করে, সমভাবে সম্মান করে এবং একই সঙ্গে এ সকল সংগ্রামের প্রত্যেক সহযোগীকে আত্মিকভাবে ধারণ করে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘২৪ ও ‘৭১-কে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতির স্পষ্ট বিরোধিতা করছে এবং এ ধরনের অপচেষ্টাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, এই ধরনের অপরাজনীতি আসলে শাপলা ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। অথচ চব্বিশের ছাত্র-জনতার অভুত্থ্যানের মধ্য দিয়ে মুজিবাদী ব্যবস্থা ও বাহাত্তরের ত্রুটিপূর্ণ সংবিধানের ফলে সৃষ্ট দুর্বল রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে সুস্পষ্ট গণবিক্ষোভ। এ ধরনের অপরাজনীতি ছাত্র-জনতা কখনোই মেনে নিবে না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপরাজনীতি বন্ধ করে এই ভূখণ্ডের জাতীয় স্বার্থ ও জনকল্যাণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানাচ্ছে। অন্যথায়, যদি কেউ এ ধরনের অপরাজনীতিতে লিপ্ত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার পাঁয়তারা করে, তাহলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন সক্রিয়ভাবে নেতৃত্ব দেয়া হবে।’