০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জমি লিখে নিয়ে বৃদ্ধ মা-বাবাকে ঘরছাড়া করলো সন্তান!

লালমনিরহাটে জমি লিখে নেওয়ার পর ছেলে ও নাতির নির্যাতনে ঘরছাড়া হয়েছেন ৮০ বছর বয়সী মোঃ আছিমুদ্দিন ও তাঁর স্ত্রী। আশ্রয় নিয়েছেন মেয়েদের বাড়িতে। পুলিশের দ্বারস্থ হলেও এখনো মিলেনি প্রতিকার। মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় দম্পতি।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর সাপটানা মদনের চক এলাকায়। অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত মুন্সি আলীর ছেলে মোঃ আছিমুদ্দিন তার একমাত্র ছেলে মোঃ খবির উদ্দিন (৫০), পুত্রবধূ মোছাঃ শাহিনা বেগম (৪৫) ও নাতি মোঃ শাহিন আলম (২৬)-এর নামে জমি লিখে দেন। এরপর থেকেই শুরু হয় তাদের দুর্দশা।

জমি লিখে নেওয়ার পর ছেলে ভরণপোষণ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আছিমুদ্দিন ও তার স্ত্রী মেয়ের বাড়িতে আশ্রয় নেন। একপর্যায়ে তারা বাড়িতে ফিরলেও পুত্রবধূ শাহিনা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এমনকি তাদের খাবারও বন্ধ করে দেওয়া হয়।

এই নির্যাতনের ফলে বৃদ্ধ দম্পতি অসুস্থ হয়ে পড়লে তাদের মেয়েরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাড়িতে ফিরে পাননি শান্তি-বৃদ্ধার ঘরের ফ্যানের সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়।

অশ্রুসিক্ত কণ্ঠে মোঃ আছিমুদ্দিন বলেন,এই বয়সে এমন নির্যাতনের শিকার হবো কল্পনাও করিনি। এখন আমি ছোট মেয়ে অনেহা বেগমের বাড়ি (মোগলহাট, কোদালখাতা) আর আমার স্ত্রী বড় মেয়ে আরজিনা খাতুনের বাড়ি (কুলাঘাট) আলাদা আলাদাভাবে আশ্রিত। আমি ন্যায়বিচার চাই।”

বৃদ্ধ আছিমুদ্দিন এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী জানান,বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ পাওয়ার পর ছেলে, ছেলের বউ ও নাতিকে থানায় ডাকা হলেও তারা সাড়া দেননি। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জমি লিখে নিয়ে বৃদ্ধ মা-বাবাকে ঘরছাড়া করলো সন্তান!

আপডেট সময় : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

লালমনিরহাটে জমি লিখে নেওয়ার পর ছেলে ও নাতির নির্যাতনে ঘরছাড়া হয়েছেন ৮০ বছর বয়সী মোঃ আছিমুদ্দিন ও তাঁর স্ত্রী। আশ্রয় নিয়েছেন মেয়েদের বাড়িতে। পুলিশের দ্বারস্থ হলেও এখনো মিলেনি প্রতিকার। মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় দম্পতি।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর সাপটানা মদনের চক এলাকায়। অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত মুন্সি আলীর ছেলে মোঃ আছিমুদ্দিন তার একমাত্র ছেলে মোঃ খবির উদ্দিন (৫০), পুত্রবধূ মোছাঃ শাহিনা বেগম (৪৫) ও নাতি মোঃ শাহিন আলম (২৬)-এর নামে জমি লিখে দেন। এরপর থেকেই শুরু হয় তাদের দুর্দশা।

জমি লিখে নেওয়ার পর ছেলে ভরণপোষণ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আছিমুদ্দিন ও তার স্ত্রী মেয়ের বাড়িতে আশ্রয় নেন। একপর্যায়ে তারা বাড়িতে ফিরলেও পুত্রবধূ শাহিনা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এমনকি তাদের খাবারও বন্ধ করে দেওয়া হয়।

এই নির্যাতনের ফলে বৃদ্ধ দম্পতি অসুস্থ হয়ে পড়লে তাদের মেয়েরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাড়িতে ফিরে পাননি শান্তি-বৃদ্ধার ঘরের ফ্যানের সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়।

অশ্রুসিক্ত কণ্ঠে মোঃ আছিমুদ্দিন বলেন,এই বয়সে এমন নির্যাতনের শিকার হবো কল্পনাও করিনি। এখন আমি ছোট মেয়ে অনেহা বেগমের বাড়ি (মোগলহাট, কোদালখাতা) আর আমার স্ত্রী বড় মেয়ে আরজিনা খাতুনের বাড়ি (কুলাঘাট) আলাদা আলাদাভাবে আশ্রিত। আমি ন্যায়বিচার চাই।”

বৃদ্ধ আছিমুদ্দিন এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী জানান,বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ পাওয়ার পর ছেলে, ছেলের বউ ও নাতিকে থানায় ডাকা হলেও তারা সাড়া দেননি। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা