রাঙামাটির বাঘাইছড়িতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী ও মসজিদ, মন্দির, অসুস্থ এবং অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি হতদরিদ্র-দুঃস্থ অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা।
ত্রাণ বিতরণ তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। দেশের কল্যাণে সবার কাজ করতে হবে সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ ও ক্যাপ্টেন মো. তাজরিয়ান ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

























