খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী নারায়ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বিপুল সংখ্যক পুণ্যার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাক-ঢোল, করতাল আর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ-রাধার লীলাময় বাল্য রূপের নানা সাজ শোভাযাত্রায় যোগ করে ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এবিএম ইফতে খায়রুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এমআর/সবা






















