ফেনী পুলিশ লাইন্স স্কুলে শনিবার পুলিশ ড্রিল শেডে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি মোঃ হাবিবুর রহমান। প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুনাক সভানেত্রী মোছাঃ আসমা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় স্কুলের ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৮ জন জিপিএ-৫ সহ বাকিরা এ-গ্রেড পায় এবং টানা চতুর্থবার শতভাগ পাশের রেকর্ড অর্জিত হয়। কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও উপহারসহ আইজিপি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পুলিশ সুপার শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন উপদেশ দেন।
এমআর/সবা

























