চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সাবেক ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করায় ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে তাদের কোতোয়ালী থানায় নেয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, “কোতোয়ালী থানায় আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড়, নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেএম সেন হল প্রাঙ্গনে শেষ হয়।
উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন। তিনি রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
এমআর/সবা






















