রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৬ আগস্ট) দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, কর্মী হাসিবুল হাসান এবং সাবেক সদস্য ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না। এ সিদ্ধান্তে অনুমোদন দেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে আহসান হাবীব ও হাসিবুল হাসানের ফোনালাপ ফাঁস হয়। ওই কল রেকর্ডে তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার জের ধরে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল।
এ ছাড়া, একই বছরের ২২ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাবি ছাত্রদলের সাবেক সদস্য ফারুক হোসেনকেও বহিষ্কার করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সর্বশেষ সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় রাবি শাখা ছাত্রদলের রাজনীতিতে নতুন প্রাণ ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন সংগঠনের অনেক নেতাকর্মী।
এমআর/সবা

























