বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে আগামী ২৭ আগস্ট (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে ❝শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫❞। বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল অথবা আলাওল হল মাঠে পর্দা উঠবে এই প্রতিযোগিতার।
টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের জন্য। এন্ট্রি ফি ৫০০ টাকার বিপরীতে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ ২০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি রানার্স আপ দলকে ট্রফিসহ ১৫ হাজার এবং সেমিফাইনালিস্ট টিমকে ৩ হাজার টাকা পুরস্কৃত করা হবে।
এ প্রসঙ্গে চবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুইয়া বলেন, “আমরা আগামী ২৭ তারিখ থেকে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এ আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং পুরো ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের স্মৃতিকে ধারণ করে তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষিত একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেওয়ার উপলক্ষ হয়ে উঠবে এই টুর্নামেন্ট, ইনশাআল্লাহ।”
এসএস/সবা

























