চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা চবি শাখার উদ্যোগে সেমিনার ও কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অডিটোরিয়ামেএ আয়োজন করা হয়।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ এনায়েত উল্লা পাটোয়ারী এবং দর্শন বিভাগের প্রফেসর ড. মোজাম্মেল হক।
ড. এনায়েত উল্লা পাটোয়ারী বলেন,
বিশ্ববিদ্যালয়ে ছাত্রী অঙ্গনে এ ধরণের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। ধারাবাহিক গোল টেবিল আলোচনা ও ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামি শিক্ষাব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠিত হবে।
অন্যদিকে ড. মোজাম্মেল হক বলেন, আমি এমন বিশ্ববিদ্যালয় চাই না যেখানে মেয়েদের বিয়ে-সংসার ও ক্যারিয়ারের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হয়। পরিবার গঠন ও ক্যারিয়ার—দুটোর সুন্দর সহাবস্থান নিশ্চিত করতে হবে।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. শামীমা ফেরদাউসী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক তাসলিমা খানম (ল, এডভোকেট, সুপ্রিম কোর্ট), বিবিএ অনুষদের লেকচারার আকরমা খানম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার শারমিন সুলতানা।


























