রংপুরে রোদে গাঁজা শুকানোর সময় হারুন মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ১ কেজি ৫০০ গ্রাম জব্দ করা হয়। গত ২৯ আগস্ট শুক্রবার দুপুরে পীরগাছায় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক হারুন মিয়া উপজেলার একই ইউনিয়নের বটতলা বাজার এলাকার মৃত আছর আলীর ছেলে।
পুলিশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বটতলা বাজার এলাকার হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠানে শুকাতে দেওয়া অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামে শাহ আলীর (৩৫) জমিতে অভিযান চালিয়ে কলা বাগান থেকে ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়। কলা বাগানে কলাগাছের ভেতরে গাঁজার গাছ রোপণ করেছিলেন। হারুন মিয়াকে গ্রেফতার করা হলেও শাহ আলী পালিয়ে যায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসএস/সবা

























