চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘শহীদ তরুয়া ফরহাদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর আয়োজন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডের বাস্কেটবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে দলটি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শাখা সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব ও প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঞাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আন্তঃবিভাগীয় সম্পর্ক গড়ে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শহীদ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনের স্মরণে আমরা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।”
কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম বলেন, শিক্ষার্থীরা চবি ছাত্রশিবিরের আহ্বানে সাড়া দিয়েছে এজন্য আমরা প্রত্যেক বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি । আশা করছি জমকালো ও প্রতিযোগিতাতামূলক একটি আয়োজন হবে। এই আয়োজনের মাধ্যমে বিভাগ গুলোর মধ্যে এবং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি ভ্রাতৃত্ব সম্পর্কে সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করি।”
নেতৃবৃন্দ জানিয়েছে ছাত্রশিবিরের এ আয়োজনে মোট ৩২টি বিভাগ অংশগ্রহণ করছে। এতে টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া দলগুলোর জন্য মোট ৩৮ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে ছাত্রশিবির।
বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান ও আলাওল হল মাঠে এ টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ১ সেপ্টেম্বর হবে এর উদ্বোধনী ম্যাচ।
শাখা ছাত্রশিবির জানায়, ‘টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ২০ হাজার টাকা। পাশাপাশি রানার্স আপ দলকে ট্রফিসহ ১৫ হাজার এবং সেমিফাইনালিস্ট টিমকে ৩ হাজার টাকা পুরস্কৃত করা হবে।’
এসএস/সবা
























