০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নুরের ওপর হামলার ঘটনায় কী বলছে রাজনৈতিক দলগুলো?

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হামলার পর বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজত ইসলামসহ বেশ কয়েকটি দল নুরুল হক নুরের ওপর হামলাকে ন্যক্কারজনক ও অশনি সংকেত হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে ঘটনার আইনানুগ তদন্তের দাবি করেছেন।

জামায়াতে ইসলামী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে। এনসিপি বাংলামোটরে বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে আর হেফাজত ইসলাম জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
এ ছাড়া অন্যান্য সংগঠন যেমন, জাতীয়তাবাদী সমমনা জোট, ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই ঐক্য ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সও হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা নুরুল হক নুরের ওপর হামলাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে।

এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে, হামলার বিষয়টি দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।
বিএনপি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নুরের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের কাছে ঘটনার আইনসম্মত তদন্তেরও দাবি জানান তিনি।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘আমরা অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন।

তাই আজকের মতো অস্থিতিশীলতা সৃষ্টিকারী ঘটনাগুলো যাতে ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত না হয়—সেটি আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।’
এ ছাড়া নুরুল হক নুরের ওপরে ‘হামলার’ ঘটনার আইনানুগ তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই।’

জামায়াতে ইসলামী

নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৯ আগস্ট) রাত প্রায় সাড়ে ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মিয়া গোলাম পরওয়ার লেখেন, ‘বিজয়নগরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাইযোদ্ধা নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে।

আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
এনসিপি

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার রাত ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ ছাড়া হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবদুল হান্নান মাসউদসহ আরো কয়েকজন ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টিকে (জাপা) বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এক বিবৃতিতে বলেন, ‘আমরা গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর আওয়ামী দোসর জাপার সন্ত্রাসী, পুলিশ ও সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও ফ্যাসিস্টপন্থি সদস্যের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সমমনা জোট ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানান তিনি।

ড. ফরহাদ বলেন, ‘শুক্রবার রাজধানীতে ন্যক্কারজনক হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা এবং অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জুলাই ঐক্যের ১০১ সংগঠন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা নিয়ে হুঁশিয়ারি দেয় জুলাই ঐক্যের ১০১ সংগঠন। শুক্রবার জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়েরের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চব্বিশের বিপ্লবের অন্যতম সহযোদ্ধা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধার ওপর হামলা হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জুলাইয়ের স্পিরিট ধারণ করা জুলাই ঐক্যের ১০১ সংগঠন।

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। শুক্রবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স লিখেছে, ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’

ছাত্রদল

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় বিএনপির সহযোগী ছাত্র সংগঠন।

ছাত্রশিবির

আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম বলেন, ‘নুরের মতো একজন নেতার ওপর এভাবে হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত ‘

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

নুরের ওপর হামলার ঘটনায় কী বলছে রাজনৈতিক দলগুলো?

আপডেট সময় : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হামলার পর বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজত ইসলামসহ বেশ কয়েকটি দল নুরুল হক নুরের ওপর হামলাকে ন্যক্কারজনক ও অশনি সংকেত হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে ঘটনার আইনানুগ তদন্তের দাবি করেছেন।

জামায়াতে ইসলামী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে। এনসিপি বাংলামোটরে বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে আর হেফাজত ইসলাম জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
এ ছাড়া অন্যান্য সংগঠন যেমন, জাতীয়তাবাদী সমমনা জোট, ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই ঐক্য ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সও হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা নুরুল হক নুরের ওপর হামলাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে।

এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে, হামলার বিষয়টি দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।
বিএনপি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নুরের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের কাছে ঘটনার আইনসম্মত তদন্তেরও দাবি জানান তিনি।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘আমরা অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন।

তাই আজকের মতো অস্থিতিশীলতা সৃষ্টিকারী ঘটনাগুলো যাতে ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত না হয়—সেটি আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।’
এ ছাড়া নুরুল হক নুরের ওপরে ‘হামলার’ ঘটনার আইনানুগ তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই।’

জামায়াতে ইসলামী

নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৯ আগস্ট) রাত প্রায় সাড়ে ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মিয়া গোলাম পরওয়ার লেখেন, ‘বিজয়নগরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাইযোদ্ধা নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে।

আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
এনসিপি

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার রাত ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ ছাড়া হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবদুল হান্নান মাসউদসহ আরো কয়েকজন ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টিকে (জাপা) বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এক বিবৃতিতে বলেন, ‘আমরা গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর আওয়ামী দোসর জাপার সন্ত্রাসী, পুলিশ ও সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও ফ্যাসিস্টপন্থি সদস্যের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সমমনা জোট ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানান তিনি।

ড. ফরহাদ বলেন, ‘শুক্রবার রাজধানীতে ন্যক্কারজনক হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা এবং অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জুলাই ঐক্যের ১০১ সংগঠন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা নিয়ে হুঁশিয়ারি দেয় জুলাই ঐক্যের ১০১ সংগঠন। শুক্রবার জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়েরের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চব্বিশের বিপ্লবের অন্যতম সহযোদ্ধা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধার ওপর হামলা হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জুলাইয়ের স্পিরিট ধারণ করা জুলাই ঐক্যের ১০১ সংগঠন।

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। শুক্রবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স লিখেছে, ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’

ছাত্রদল

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় বিএনপির সহযোগী ছাত্র সংগঠন।

ছাত্রশিবির

আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম বলেন, ‘নুরের মতো একজন নেতার ওপর এভাবে হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত ‘

এমআর/সবা