দেশের বাজারে আজ রোববার থেকে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ। দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা মন্ত্রণলায়ের। নিষিদ্ধ হলেও দেদারছে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। আইন করেও পাটের ব্যাগ নিশ্চিত করা যায়নি।
বলা হচ্ছিলো, বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বন্ধ করা সম্ভব হয়নি। অনেক দিনের চেষ্টায় বাজারে পাটের ব্যাগ ছাড়ছে মন্ত্রণালয়। সচিব জানান, জলবায়ু ফান্ডের টাকায় এ ব্যাগ তৈরি করা হচ্ছে। বাজারে বিশেষ ভ্যানে ও টিসিবির ট্রাকে পাওয়া যাবে পাটের ব্যাগ। প্রতিটি ব্যাগে ভুর্তকি দিচ্ছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘প্রথমে শুরু করছি ঢাকা শহরে। আমরা এটা ভর্তুকি দামে দিচ্ছি। এগুলো আছে সর্বনিম্ন ২০ টাকা। এটার বাজারদাম ২০ টাকা, যেটার উন্মুক্ত বাজার দর হয়তো ৩০ থেকে ৩৫ টাকা। এগুলো তিন ক্যাটাগরির আছে। উদ্যোক্তারা বলছেন, পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যায়। এর সুফল পেতে পারে পাট খাত। বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না বলেন, ‘পাটের ব্যাগ ব্যবহারে আমরা যদি দলমত নির্বিশেষে উদ্যোগ নেই, এটাকে উৎসাহিত করি, বিশেষ করে তরুণ যারা আছে আগামীর ভবিষৎ সত্যিকার অর্থেই ইতিবাচক প্রভাব ফেলবে এই চিন্তা থেকে এগিয়ে আসে তাহলে আমি বিশ্বাস করি একটা নতুন ধারা তৈরি হবে বাংলাদেশে। প্রথমে রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাবে এ ব্যাগ। পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।























