১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকের(আইসিইউ)তে স্বাস্থ্যের খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রোববার(৩১ আগস্ট)দুপুরে ঢাকামেডিকেল কলেজ হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে নুরকে দেখে বেরিয়েযাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন,নুরুল হক নুরের উপর পরিকল্পিত,টার্গেট করে হামলা করা হয়েছে,নুরের উপর বিভৎস আক্রমন করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তার শরীরে আঘাত গুলো ডানে-বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু ছাড়া জীবিত পেতাম না।

তিনি আরো বলেন,এরআগে নুরের উপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।সুষ্ঠু তদন্তের দাবি করছি।
শুক্রবার নুর সেখানে কোন সহিংসতা করে নি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমন করা হয়েছে।(৫ আগস্টের)পরাজিত শক্তি নানাভাবে বিষ দাত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সাথে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে, অবাক কান্ড। যে লোক নির্বচানের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে,রাজনীতি কথা বলে কীভাবে। এরা গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে।
গণঅধিকার পরিষদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই দাবির সাথে বিএনপি একমত কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এটি দল সিদ্ধান্ত নেবে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

ঢামেকের(আইসিইউ)তে স্বাস্থ্যের খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

রোববার(৩১ আগস্ট)দুপুরে ঢাকামেডিকেল কলেজ হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে নুরকে দেখে বেরিয়েযাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন,নুরুল হক নুরের উপর পরিকল্পিত,টার্গেট করে হামলা করা হয়েছে,নুরের উপর বিভৎস আক্রমন করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তার শরীরে আঘাত গুলো ডানে-বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু ছাড়া জীবিত পেতাম না।

তিনি আরো বলেন,এরআগে নুরের উপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।সুষ্ঠু তদন্তের দাবি করছি।
শুক্রবার নুর সেখানে কোন সহিংসতা করে নি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমন করা হয়েছে।(৫ আগস্টের)পরাজিত শক্তি নানাভাবে বিষ দাত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সাথে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে, অবাক কান্ড। যে লোক নির্বচানের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে,রাজনীতি কথা বলে কীভাবে। এরা গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে।
গণঅধিকার পরিষদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই দাবির সাথে বিএনপি একমত কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এটি দল সিদ্ধান্ত নেবে।
এসএস/সবা