লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ন্যায়বিচারের দাবিতে লাশ নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, গত ১৭ আগস্ট সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে প্রতিবেশী শহিদুল ইসলাম ও শাহ আলমের সঙ্গে আনোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল ও শাহালম গাছের ডাল দিয়ে আনোয়ার হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার সকালে আনোয়ার হোসেন মারা যান।
খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী নিহতের লাশ নিয়ে মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এসময় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। আনোয়ার হোসেন(২৬) ওই এলাকার আব্দুল ওয়াহেদের পুত্র।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন। এ সময় হাতীবান্ধা থানার পুলিশ পরিদর্শক কিবরিয়া উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
এসএস/সবা


























