ভোলা প্রতিনিধি
ভোলায় তরুনদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ভোলা কুইন আইন্স আইল্যান্ড কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর সদস্যরা এই সভায় অংশ নেয়। সভার আয়োজন করেন সামাজিক সংগঠন ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ।
সভায় উপস্থিত ছিলেন ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। এসময় আরো উপস্থিত ছিলেন তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর জেলা সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান, আমান উল্ল্যাহ রব্বি, খাদিজা মিম সহ বিভিন্ন সদস্যরা আলোচনায় অংশ নেয়।
আলোচনায় যৌন প্রজনন স্বাস্থ্য সেবার উপর তরুনদের দক্ষতা বৃদ্ধি, যেন তরুনরাই তাদের অধিকারের কথা বলতে পারে একই সাথে তাদের যে অধিকার রয়েছে সেগুলো স্থানীয় ভাবে সমাধান করতে পারে সেই বিষয়ের উপরে ধানরা প্রদান করা হয়। এছাড়াও তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ীকমিটির বৈঠক করা, কেন্দ্র ভিত্তিক স্বাস্থ্য সেবা মূলক কমিটি সক্রিয় কারা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ইউনিয়ন পর্যায়ে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবাকেন্দ্র সঠিক ভাবে পর্যাবেক্ষণ করা। সেখানে কিশোর-কিশোরী ঠিক মতো সেবা পাচ্ছে কিনা তার জন্য তাদের সাথে কথা বলতে বলা। এছাড়াও ত্রৈমাসিক কর্মপরিকল্পনা তৈরী,অধিকার ভিত্তিক মানসম্মত স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য স্থানীয়দের সাথে এ্যাডভোকেসী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এর সদস্যরা তাদের কার্যক্রমের বর্তমান অবস্থা ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
























