ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা, মরহুম মফিজ উদ্দিন সাহেবের দ্বিতীয় পুত্র ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব এম রফিকুল ইসলাম (৬৯) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ঢাকা পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাতিজা সাইবুর রহমান বলেন, “তিনি সৎ, নিষ্ঠাবান ও অত্যন্ত নীতিবান মানুষ ছিলেন। আজ বিকেলে জানাজার নামাজ শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সবার কাছে উনার জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাড়ি পাঁচপাড়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি সাবেক সংসদ সদস্য আবুল মনসুর এমপি সাহেবের ভাতিজা ছিলেন।
এমআর/সবা






















