আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নবী করিম (সা:) এর কাজ ইতিহাসে বিরল। তিনি শুধু কথায় সীমাবদ্ধ ছিলেন না, বরং কাজের মাধ্যমে নীতিগুলো বাস্তবায়ন করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবি (সা:) উদযাপন উপলক্ষে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল (সা:)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বক্তৃতায় তিনি শ্রমিক অধিকার, বৈষম্য দূরীকরণ ও মানবিক দৃষ্টান্ত তুলে ধরেন এবং বর্তমান বিশ্বে নবীর আদর্শ অনুসরণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাতুন নবি (সা:) উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ে নবীর জীবন ও আদর্শ নিয়ে গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এমআর/সবা


























