চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ের জেরে পিতার ছুরিকাঘাতে পুত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকার শেখ আকন বাড়িতে এ ঘটনা ঘাটে।
নিহত পুত্রের নাম মো. সাহেদ (২৪) সে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত পিতার নাম নুরের জামান (৬০)
নিহতের মা কামরুর জাহান বেগম জানান, আমার ৩ ছেলে মেয়ে নিয়ে চট্টগ্রামের সিডিএ এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মঙ্গলবার রাতে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে গ্রামের বাড়িতে এসেছে শুনে গ্রামের বাড়িতে যাই। সন্ধ্যায় এ বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে আমাদের সবাইকে এলোপাথাড়ি ছুরি নিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে আমার ছেলে সেখানে গেলে তাকে ছুরি মেরে হত্যা করে তার বাবা।
নিহত সাহেদের খালা নুর জাহান বেগম বলেন, ‘ আমার বোনের স্বামী নুরের জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পরপরই নুরের জামান আমার বোন কামরুর জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলে। তখন খুন হওয়া ছেলে সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মেরে দেয় বাবা মো. নুরের জামান আমরা এই হত্যার বিচার চাই।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে৷ বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে৷ অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানী এলাকায় পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের কথা কাটাকাট হয়৷ ছেলে ক্ষিপ্ত হয়ে বাবার সাথে তর্কে জড়ালে বাবা ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করে। পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমআর/সবা






















