চট্টগ্রামের পাঁচলাইশ থানার বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি মার্কেটের একটি মোবাইল দোকান থেকে ১০৪টি স্মার্টফোন চুরি হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শাটার ভেঙে এই চুরি ঘটে।
দোকানের ম্যানেজার রাফি জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে দোকান বন্ধ করে যাওয়ার পর পরদিন সকাল সাড়ে ১১টার দিকে শাটার খোলা এবং ভিতরে মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। দোকানের মালিক মাহমুদুল আলম তুহিন বলেন, দিনের আলোতে ৫০টি আইফোনসহ ১০৪টি স্মার্টফোন চুরি হওয়া সহজ নয়, যা মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তা ব্যবস্থার অবহেলার বিষয়।
মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব খান জানিয়েছেন, চুরি মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটেছে, কারণ আশেপাশের দোকানগুলো তখন খোলা হয়নি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
এমআর/সবা


























