কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজন হলেন, লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
এ ঘটনায় বুধবার (১০ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পুলিশ সুপার স্থানীয়দের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দিয়েছেন।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই যুবদলের সক্রিয় কর্মী। যারা এ হামলা করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।


























