বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতে মাননীয় উপাচার্য সম্মানিত সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পরে অর্থ কমিটির সভাপতি উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন আলোচ্য সূচি উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অর্থ কমিটির সভায় বেরোবি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম, বেরোবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মোঃ ফখরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বেরোবি প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।
শিরোনাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
-
বেরোবি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 65
জনপ্রিয় সংবাদ

























