০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. রাজেশ দেব। বক্তারা বলেন, পানছড়ি একটি দুর্গম অঞ্চল। সমাজের সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন অপরিহার্য। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা এবং পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগের কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্গম এলাকায় সাব-হাসপাতাল স্থাপনের দাবিও ওঠে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসার জন্য আসলেও শয্যা ও জনবল সংকটের কারণে যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলে এবং জনবল বৃদ্ধি পেলে জনগণ প্রত্যাশিত সেবা পাবে।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রশংসনীয়। পানছড়ির মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এখানকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে সম্ভাবনা অনেক। সরকার ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করলে এ অঞ্চলের মানুষ আরও উন্নত সেবা পাবে।”

সভা শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং উন্নয়ন সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ফেনীর গর্ব বেগম খালেদা জিয়ার জন্য  জেলা ঠিকাদার কল্যাণ সমিতির দোয়া মাহফিল  

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. রাজেশ দেব। বক্তারা বলেন, পানছড়ি একটি দুর্গম অঞ্চল। সমাজের সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন অপরিহার্য। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা এবং পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগের কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্গম এলাকায় সাব-হাসপাতাল স্থাপনের দাবিও ওঠে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসার জন্য আসলেও শয্যা ও জনবল সংকটের কারণে যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলে এবং জনবল বৃদ্ধি পেলে জনগণ প্রত্যাশিত সেবা পাবে।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রশংসনীয়। পানছড়ির মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এখানকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে সম্ভাবনা অনেক। সরকার ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করলে এ অঞ্চলের মানুষ আরও উন্নত সেবা পাবে।”

সভা শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং উন্নয়ন সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

এমআর/সবা