০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

গত দেড় মাস ধরে কমিটি ছাড়া চলছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। ফলে কেন্দ্রীয় ও স্থানীয় কোনো কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না। দলীয় নেতাকর্মীরা দ্রুত যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অবশেষে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেতে লবিং-তদবির শুরু করেছেন জেলা ও উপজেলার অনেক নেতাকর্মী। আন্দোলন, রাজপথে থাকা ও কারাভোগের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি গত সময়ে নিষ্ক্রিয় নেতা ও নতুন সক্রিয় নেতারাও পদ-পদবি পাওয়ার চেষ্টা করছেন।

আলোচনায় আছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, এম এ হালিম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক ইউনুছ চৌধুরী, সরোয়ার আলমগীর ও কুতুব উদ্দিন বাহার। বিশেষভাবে ব্যারিস্টার শাকিলা ফারজানা নতুন আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি বলেন, “দল চাইলে আমি দায়িত্ব পালন করবো।”

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন অভিযোগ করেন, “যেদিন কমিটি বিলুপ্ত করা হয়েছিল, বলা হয়েছিল শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু দেড় মাস পার হলেও কোনো কার্যক্রম হচ্ছে না। নতুন কমিটিতে ১৭ বছর রাজপথে থাকা ও ত্যাগী নেতাদের স্থান দেওয়া উচিত।”

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “নতুন কমিটি যেকোনো দিন ঘোষণা করা হবে। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই এতে স্থান পাবে।”

পেছনের ঘটনাচক্রে, ২৯ জুলাই রাউজান উপজেলায় সংঘর্ষের পর পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ২০২০ সালের ২২ ডিসেম্বর গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটির কাজের নির্দেশনা দেওয়া হলেও কার্যকর হয়নি।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গত দেড় মাস ধরে কমিটি ছাড়া চলছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। ফলে কেন্দ্রীয় ও স্থানীয় কোনো কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না। দলীয় নেতাকর্মীরা দ্রুত যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অবশেষে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেতে লবিং-তদবির শুরু করেছেন জেলা ও উপজেলার অনেক নেতাকর্মী। আন্দোলন, রাজপথে থাকা ও কারাভোগের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি গত সময়ে নিষ্ক্রিয় নেতা ও নতুন সক্রিয় নেতারাও পদ-পদবি পাওয়ার চেষ্টা করছেন।

আলোচনায় আছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, এম এ হালিম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক ইউনুছ চৌধুরী, সরোয়ার আলমগীর ও কুতুব উদ্দিন বাহার। বিশেষভাবে ব্যারিস্টার শাকিলা ফারজানা নতুন আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি বলেন, “দল চাইলে আমি দায়িত্ব পালন করবো।”

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন অভিযোগ করেন, “যেদিন কমিটি বিলুপ্ত করা হয়েছিল, বলা হয়েছিল শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু দেড় মাস পার হলেও কোনো কার্যক্রম হচ্ছে না। নতুন কমিটিতে ১৭ বছর রাজপথে থাকা ও ত্যাগী নেতাদের স্থান দেওয়া উচিত।”

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “নতুন কমিটি যেকোনো দিন ঘোষণা করা হবে। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই এতে স্থান পাবে।”

পেছনের ঘটনাচক্রে, ২৯ জুলাই রাউজান উপজেলায় সংঘর্ষের পর পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ২০২০ সালের ২২ ডিসেম্বর গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটির কাজের নির্দেশনা দেওয়া হলেও কার্যকর হয়নি।