চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের আরও মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হলে পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নাগরিকদেরও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।”
মেয়র আরও বলেন, “ডোর টু ডোর সেবার উপর অতিরিক্ত ভরসা করা গেলে মাঠ পর্যায়ের কার্যক্রম শিথিল হয়ে যায়। যদি পরিচ্ছন্ন কর্মীরা দায়িত্ব পালন না করেন, আমি কঠোর ব্যবস্থা নেব। সুপারভাইজারদের দায়িত্ব মাঠে কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা।”
সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, জনবল পর্যাপ্ত থাকলেও কার্যক্রমে যথাযথ গতি আনতে যন্ত্রপাতি ও নির্দিষ্ট গাড়ির অভাব রয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শহরকে সুন্দর রাখতে সকলকে নিয়ম মেনে চলতে হবে। নাগরিকরা সচেতন হলে এবং কর্মীরা আন্তরিক হলে চট্টগ্রামকে খুব সহজেই ক্লীন, গ্রীন ও হেলদি সিটিতে রূপান্তর করা সম্ভব।”
সভায় চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/সবা

























