১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

সবুজ বাংলার রুমেলের টিটিতে দুই সাফল্য

দ্বৈতের বিজয়ীরা। ডান থেকে তৃতীয় সবুজ বাংলার রুমেল

টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কিউট-বিএসপিএ (বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) স্পোর্টস কার্নিভাল। দৈনিক সবুজ বাংলার সিনিয়র স্পোর্টস রিপোর্টার রুমেল খান এই ইভেন্টে দু’টি সাফল্য পেয়েছেন। দ্বৈতে দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চলকে সঙ্গে নিয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। ফাইনালে ৭-১১, ১১-৬, ১১-৭ পয়েন্টে হারিয়েছেন দেশ রুপান্তরের সুদীপ্ত আহমদ আনন্দ ও বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের রুবেল জুবায়ের জুটিকে।

এছাড়া এককে রুমেল হয়েছেন তৃতীয়। স্থান নির্ধারণী ম্যাচে তিনি শামীম হাসানকে ১১-৬, ৭-১১, ১১-৮ পয়েন্টে হারান। বিএসপিএ স্পোর্টসে টেবিল টেনিসের এককে এর আগে রুমেল ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার হলেন তৃতীয়। এর আগে ২০১৮ আসরেও তৃতীয় হয়েছিলেন তিনি।

এককে সাত বছর পর আবারও তৃতীয় হন রুমেল

এবার এককে মাহমুদুন্নবী চঞ্চল ২-০ সেটে সাজ্জাদ হোসেন মুকুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এককে এটা চঞ্চলের দ্বিতীয় শিরোপা। প্রথম শিরোপা জিতেছিলেন ২০২০ সালে রুমেলকে হারিয়ে।

দ্বৈতে মাহমুদুন্নবী চঞ্চল ও রুমেল খান জুটির এটি টানা ও মোট দশম শিরোপা। দ্বৈতে শামীম হাসান ও মামুন হোসেন জুটি তৃতীয় হয়েছেন।

টিটির দ্বৈতে রুমেল-চঞ্চল জুটি এ নিয়ে ১১ আসরে মোট ২৬ ম্যাচ খেলে ২৪টিতেই জিতেছেন, যা বিএসপিএ ক্রীড়ার ইতিহাসে যেকোন ডাবলস ইভেন্টে যেকোন জুটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।

রুমেল-চঞ্চল জুটি ৭ বার ফাইনালে হারিয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ-রুবেল জুবায়ের জুটিকে। ২০১৬ আসরে তারা হারান সুদীপ্ত আহমদ আনন্দ এবং শাহজাহান কবির জুটিকে। ২০২২ সালে হারান শামীম হাসান-শেখ সাদী জুটিকে। ২০২৪ সালে হারান মোরসালিন আহমেদ-মজিবুর রহমান জুটিকে।

এবারের স্পোর্টস কানির্ভালে ৯টি ডিসিপ্লিনে মোট ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। আগামীকাল সোমবার বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে কল ব্রিজ ইভেন্ট।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

সবুজ বাংলার রুমেলের টিটিতে দুই সাফল্য

আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কিউট-বিএসপিএ (বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) স্পোর্টস কার্নিভাল। দৈনিক সবুজ বাংলার সিনিয়র স্পোর্টস রিপোর্টার রুমেল খান এই ইভেন্টে দু’টি সাফল্য পেয়েছেন। দ্বৈতে দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চলকে সঙ্গে নিয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। ফাইনালে ৭-১১, ১১-৬, ১১-৭ পয়েন্টে হারিয়েছেন দেশ রুপান্তরের সুদীপ্ত আহমদ আনন্দ ও বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের রুবেল জুবায়ের জুটিকে।

এছাড়া এককে রুমেল হয়েছেন তৃতীয়। স্থান নির্ধারণী ম্যাচে তিনি শামীম হাসানকে ১১-৬, ৭-১১, ১১-৮ পয়েন্টে হারান। বিএসপিএ স্পোর্টসে টেবিল টেনিসের এককে এর আগে রুমেল ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার হলেন তৃতীয়। এর আগে ২০১৮ আসরেও তৃতীয় হয়েছিলেন তিনি।

এককে সাত বছর পর আবারও তৃতীয় হন রুমেল

এবার এককে মাহমুদুন্নবী চঞ্চল ২-০ সেটে সাজ্জাদ হোসেন মুকুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এককে এটা চঞ্চলের দ্বিতীয় শিরোপা। প্রথম শিরোপা জিতেছিলেন ২০২০ সালে রুমেলকে হারিয়ে।

দ্বৈতে মাহমুদুন্নবী চঞ্চল ও রুমেল খান জুটির এটি টানা ও মোট দশম শিরোপা। দ্বৈতে শামীম হাসান ও মামুন হোসেন জুটি তৃতীয় হয়েছেন।

টিটির দ্বৈতে রুমেল-চঞ্চল জুটি এ নিয়ে ১১ আসরে মোট ২৬ ম্যাচ খেলে ২৪টিতেই জিতেছেন, যা বিএসপিএ ক্রীড়ার ইতিহাসে যেকোন ডাবলস ইভেন্টে যেকোন জুটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।

রুমেল-চঞ্চল জুটি ৭ বার ফাইনালে হারিয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ-রুবেল জুবায়ের জুটিকে। ২০১৬ আসরে তারা হারান সুদীপ্ত আহমদ আনন্দ এবং শাহজাহান কবির জুটিকে। ২০২২ সালে হারান শামীম হাসান-শেখ সাদী জুটিকে। ২০২৪ সালে হারান মোরসালিন আহমেদ-মজিবুর রহমান জুটিকে।

এবারের স্পোর্টস কানির্ভালে ৯টি ডিসিপ্লিনে মোট ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। আগামীকাল সোমবার বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে কল ব্রিজ ইভেন্ট।

আরকে/সবা