টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কিউট-বিএসপিএ (বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) স্পোর্টস কার্নিভাল। দৈনিক সবুজ বাংলার সিনিয়র স্পোর্টস রিপোর্টার রুমেল খান এই ইভেন্টে দু’টি সাফল্য পেয়েছেন। দ্বৈতে দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চলকে সঙ্গে নিয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। ফাইনালে ৭-১১, ১১-৬, ১১-৭ পয়েন্টে হারিয়েছেন দেশ রুপান্তরের সুদীপ্ত আহমদ আনন্দ ও বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের রুবেল জুবায়ের জুটিকে।
এছাড়া এককে রুমেল হয়েছেন তৃতীয়। স্থান নির্ধারণী ম্যাচে তিনি শামীম হাসানকে ১১-৬, ৭-১১, ১১-৮ পয়েন্টে হারান। বিএসপিএ স্পোর্টসে টেবিল টেনিসের এককে এর আগে রুমেল ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার হলেন তৃতীয়। এর আগে ২০১৮ আসরেও তৃতীয় হয়েছিলেন তিনি।

এবার এককে মাহমুদুন্নবী চঞ্চল ২-০ সেটে সাজ্জাদ হোসেন মুকুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এককে এটা চঞ্চলের দ্বিতীয় শিরোপা। প্রথম শিরোপা জিতেছিলেন ২০২০ সালে রুমেলকে হারিয়ে।
দ্বৈতে মাহমুদুন্নবী চঞ্চল ও রুমেল খান জুটির এটি টানা ও মোট দশম শিরোপা। দ্বৈতে শামীম হাসান ও মামুন হোসেন জুটি তৃতীয় হয়েছেন।
টিটির দ্বৈতে রুমেল-চঞ্চল জুটি এ নিয়ে ১১ আসরে মোট ২৬ ম্যাচ খেলে ২৪টিতেই জিতেছেন, যা বিএসপিএ ক্রীড়ার ইতিহাসে যেকোন ডাবলস ইভেন্টে যেকোন জুটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।
রুমেল-চঞ্চল জুটি ৭ বার ফাইনালে হারিয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ-রুবেল জুবায়ের জুটিকে। ২০১৬ আসরে তারা হারান সুদীপ্ত আহমদ আনন্দ এবং শাহজাহান কবির জুটিকে। ২০২২ সালে হারান শামীম হাসান-শেখ সাদী জুটিকে। ২০২৪ সালে হারান মোরসালিন আহমেদ-মজিবুর রহমান জুটিকে।
এবারের স্পোর্টস কানির্ভালে ৯টি ডিসিপ্লিনে মোট ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। আগামীকাল সোমবার বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে কল ব্রিজ ইভেন্ট।
আরকে/সবা


























