০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের বিষয় ছিলো ‘কনস্ট্রাকটিং ক্যারিয়ার : রোড ডিজাইন অ্যান্ড সুপারভিশন’ এবং ‘ম্যাটেরিয়াল সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং’।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ম্যাটেরিয়াল সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অন্যদিকে ‘কনস্ট্রাকটিং ক্যারিয়ার : রোড ডিজাইন অ্যান্ড সুপারভিশন’ সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. তাহমিনা তাসনিম নাহার। সঞ্চালনায় ছিলেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস শাকিব।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাশেদুল হক, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন,সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জিত জ্ঞান আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা যা পড়ি, তা যেন শুধু মুখস্থে সীমাবদ্ধ না থাকে, বরং প্রয়োগের মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলিত হয়। কোথায় পড়ছি সেটা বড় বিষয় নয়, বরং কিভাবে নিজেকে তৈরি করছি সেটাই গুরুত্বপূর্ণ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন,আমি খুশি হবো যদি তোমরা বেশি বেশি প্রশ্ন করো। প্রশ্ন করার মধ্য দিয়েই শেখা এগিয়ে যায়। শিক্ষার্থীরা যদি কৌতূহলী হয়, তবে তারা আরও গভীর জ্ঞান অর্জন করতে পারবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৭ নিহত, ২০ আহত

পাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের বিষয় ছিলো ‘কনস্ট্রাকটিং ক্যারিয়ার : রোড ডিজাইন অ্যান্ড সুপারভিশন’ এবং ‘ম্যাটেরিয়াল সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং’।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ম্যাটেরিয়াল সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অন্যদিকে ‘কনস্ট্রাকটিং ক্যারিয়ার : রোড ডিজাইন অ্যান্ড সুপারভিশন’ সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. তাহমিনা তাসনিম নাহার। সঞ্চালনায় ছিলেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস শাকিব।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাশেদুল হক, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন,সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জিত জ্ঞান আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা যা পড়ি, তা যেন শুধু মুখস্থে সীমাবদ্ধ না থাকে, বরং প্রয়োগের মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলিত হয়। কোথায় পড়ছি সেটা বড় বিষয় নয়, বরং কিভাবে নিজেকে তৈরি করছি সেটাই গুরুত্বপূর্ণ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন,আমি খুশি হবো যদি তোমরা বেশি বেশি প্রশ্ন করো। প্রশ্ন করার মধ্য দিয়েই শেখা এগিয়ে যায়। শিক্ষার্থীরা যদি কৌতূহলী হয়, তবে তারা আরও গভীর জ্ঞান অর্জন করতে পারবে।

এমআর/সবা