শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে, দিনে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি আসন থাকবে। ভাড়া নিয়মিত ট্রেনের মতোই ধরা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকা স্পেশাল ট্রেন বেলা পৌনে ৩টায় ছাড়বে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে চট্টগ্রাম স্পেশাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়।
ট্যুরিস্ট স্পেশাল ট্রেনও ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রথমদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রাত সাড়ে ১০টায় ছাড়বে এবং সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। এই ট্রেন প্রতিদিন একই রুটে চলবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে নিয়মিত আন্তনগর ট্রেনের মতো সব সুযোগ-সুবিধা থাকবে।”
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, “পূর্ণ যাত্রী সুবিধা ও চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বর থেকে ১৮টি বগি নিয়ে যাত্রা শুরু করবে।”
এমআর/সবা

























