রক্ষণাবেক্ষণের কারণে কর্ণফুলী টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল জানান, এই সময় রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। প্রয়োজন অনুযায়ী উভয় প্রান্তে ট্রাফিক ডাইভারশন করা হবে।
২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ৪ হাজার যানবাহন টানেল ব্যবহার করছে। প্রকল্পের সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে টানেল চালু হলে দিনে ২০,৭১৯টি যানবাহন চলাচলের কথা ছিল। পরে ২০২৪ সালে প্রক্ষেপণ কমিয়ে ১৮,৪৮৫টি গাড়ি প্রতিদিন করা হয়। তবে ২২ মাস পার হওয়ার পরও দৈনিক পূর্বাভাস অনুযায়ী যানবাহন চলাচল হয়নি।
টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০,৬৮৯ কোটি টাকা, যার মধ্যে ৬,০৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।






















