০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী পালালেও হেলিকপ্টারে নতুন বউ আনলেন কামাল

স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়েছেন; নিয়ে গেছেন দুই সন্তান, ৯ ভরি স্বর্ণ আর নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রামে নানা হাসিঠাট্টা ও কটুক্তিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের কামাল হোসেন (৩৯)। শেষ পর্যন্ত তিনি নতুন করে ঘর বাঁধলেন নূপুর আক্তারের (২৪) সঙ্গে। আর এই বিয়ে স্মরণীয় করে রাখতে নববধূকে বাড়ি আনলেন হেলিকপ্টারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কাঠাদিয়া গ্রামে এমন অনন্য দৃশ্যের দেখা মেলে।

 

কামালের পরিবার জানায়, পেশায় সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী কামাল প্রায় ১০ বছর আগে প্রথম বিয়ে করেন। সংসারে ছিল দুই কন্যা সন্তান। কিন্তু চলতি বছরের ১০ আগস্ট স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে তালাক দিয়ে দেন কামালকে।

কামালের দুর্দিনে পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। শুক্রবার হেলিকপ্টারে চড়ে নববধূ নূপুরকে বাড়িতে আনেন কামাল। বিয়ের আয়োজন ঘিরে পুরো গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ। এ সময় দুই মেয়েকেও বাড়িতে নিয়ে আসেন তিনি।

কামাল বলেন, “একসময় জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম। তখনই নূপুর আমার জীবনে আসে। প্রথম স্ত্রী পালানোর আগে ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে ঘুরব। এখন নূপুর সব জেনেশুনেই আমাকে বিয়ে করেছে, তাই তার সম্মান রাখতে হেলিকপ্টারে আনলাম।”

নববধূ নূপুর বলেন, “কামাল ভাইকে আমরা ছোট থেকে চিনি। তিনি ভালো মানুষ, তাই রাজি হয়েছি।”

নূপুরের মামা রিমন দেওয়ানও এ বিয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “গ্রামের মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্ত্রী পালালেও হেলিকপ্টারে নতুন বউ আনলেন কামাল

আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়েছেন; নিয়ে গেছেন দুই সন্তান, ৯ ভরি স্বর্ণ আর নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রামে নানা হাসিঠাট্টা ও কটুক্তিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের কামাল হোসেন (৩৯)। শেষ পর্যন্ত তিনি নতুন করে ঘর বাঁধলেন নূপুর আক্তারের (২৪) সঙ্গে। আর এই বিয়ে স্মরণীয় করে রাখতে নববধূকে বাড়ি আনলেন হেলিকপ্টারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কাঠাদিয়া গ্রামে এমন অনন্য দৃশ্যের দেখা মেলে।

 

কামালের পরিবার জানায়, পেশায় সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী কামাল প্রায় ১০ বছর আগে প্রথম বিয়ে করেন। সংসারে ছিল দুই কন্যা সন্তান। কিন্তু চলতি বছরের ১০ আগস্ট স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে তালাক দিয়ে দেন কামালকে।

কামালের দুর্দিনে পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। শুক্রবার হেলিকপ্টারে চড়ে নববধূ নূপুরকে বাড়িতে আনেন কামাল। বিয়ের আয়োজন ঘিরে পুরো গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ। এ সময় দুই মেয়েকেও বাড়িতে নিয়ে আসেন তিনি।

কামাল বলেন, “একসময় জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম। তখনই নূপুর আমার জীবনে আসে। প্রথম স্ত্রী পালানোর আগে ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে ঘুরব। এখন নূপুর সব জেনেশুনেই আমাকে বিয়ে করেছে, তাই তার সম্মান রাখতে হেলিকপ্টারে আনলাম।”

নববধূ নূপুর বলেন, “কামাল ভাইকে আমরা ছোট থেকে চিনি। তিনি ভালো মানুষ, তাই রাজি হয়েছি।”

নূপুরের মামা রিমন দেওয়ানও এ বিয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “গ্রামের মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।”

এমআর/সবা