ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষ মনোনয়ন প্রার্থীরূপে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক দানবীর এম এ হান্নানের মনোনয়ন দাবিতে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ খাঁন, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাবেক সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন, সহ-সভাপতি মোরশেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম আহমেদসহ ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দানবীর এম এ হান্নান ফরিদগঞ্জের মানুষের আস্থার প্রতীক। তার হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে তাকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে ছাত্রদল মাঠে থাকবে।”
এমআর/সবা




















