শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আগামী ৮ ও ৯ অক্টোবরের সব কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রণীত ছুটির তালিকায় উল্লেখ করা হয়, ধর্মীয় উৎসবগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপনের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

























