বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হলে দাগনভূঞা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি এবিএম আবদুর রহীমের সভাপতিত্বে এবং আদর্শ শিক্ষক ফেডারেশন দাগনভূঞা পৌরসভা সভাপতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনী জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ দাগনভূঞা উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশন দাগনভূঞা উপজেলা সভাপতি মাস্টার হাবিবুর রহমান, কলেজ শিক্ষক পরিষদ ফেনী জেলা সেক্রেটারি মহিউদ্দিন ভুঞা ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ দাগনভূঞা উপজেলা সভাপতি মাস্টার আবু তালেব।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রব।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১৫ জন গুণী শিক্ষক ও উপজেলা পর্যায়ের আরও দুইজন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতির দিকনির্দেশক—তাদের নিষ্ঠা, জ্ঞান ও ত্যাগের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তাই শিক্ষকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাই হবে টেকসই শিক্ষাব্যবস্থার ভিত্তি।
এমআর/সবা



















