নওগাঁয় ৫ অক্টোবর (রোববার) আন্তর্জাতিক শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”। সদর উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি উপজেলায়ও শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয়।
আলোচনা সভার সঞ্চালনা করেন নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুন ও পিরোজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফরুহা আকতার জাহান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এবং সহকারী জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।
আলোচনা সভায় শিক্ষকরা বলেন, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের স্মরণ এবং সম্মান প্রদানের দিন। ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। শিক্ষকরা দেশের কর্ণধার হিসেবে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলছেন। তারা বলেন, “যদিও শিক্ষকরা জাতি গড়ার কারিগরি হিসেবে পরিচিত, তবুও সমাজে তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। শিক্ষকদের হেনস্থা ও অবহেলা প্রতিরোধে দ্রুত শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সমাজে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, নামাজগর গাউসুল আযম কামিল মাদ্রাসার অধ্যক্ষ, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ খান, জেলা গার্লস স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, শালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
এমআর/সবা




















