একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। আজ বুধবার সকালে পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় পলাশ উপজেলা পরিষদ চত্ত্বরে এক র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।
আইএসএইচসি হাসানহাটা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সভাপতি শান্তি রন্জন ঘোষের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী। রিকের সাব ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের নবীন সদস্য শামিয়া আক্তার দিবা।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির,শারমিন সুলতানাসহ সাংবাদিক, (ISHC) ১২টি ক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রবীণ ব্যাক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ নেয়।
শিরোনাম
নরসিংদিতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালী ও আলোচনা সভা
-
নরসিংদী প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- ।
- 114
জনপ্রিয় সংবাদ






















