দীঘিনালায় কঠিন চীবরদান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল ইসলাম বৃহস্পতিবার সকাল ১১টায় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। তারা বোয়াখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহার, দীঘিনালা বনবিহার ও কামাকুছড়া ধর্মাংকুর ধলাইমা বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভান্থেদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল ইসলাম বলেন, “কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণ ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সরাসরি থানা অফিসারকে জানাতে হবে।”

এসময় দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: সোহেল রানা উপস্থিত ছিলেন। দীঘিনালা উপজেলায় এ বছর ৮টি বনবিহার ও ৩৯টি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পালিত হবে।
এমআর/সবা




















