ফরিদপুরের ভাঙ্গায় হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম। গভীর রাতে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে নিজে কম্বল তুলে দেন তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে গিয়ে ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এসিল্যান্ড। রাতের নিস্তব্ধতায় সরকারি এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
এ সময় তিনি শীতার্ত মানুষদের খোঁজখবর নেন এবং যাদের বেশি প্রয়োজন, এমন গরিব ও দুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে কম্বল বিতরণ করেন। তীব্র শীতের মধ্যে কখনো হেঁটে, আবার কিছুটা পথ গাড়িতে করে বিভিন্ন এলাকায় ছুটে যান তিনি।
কম্বল পাওয়া আনোয়ারুল বলেন, ‘এই শীতে কেউ খোঁজ নেয়নি। স্যার নিজে এসে কম্বল দিয়ে গেলেন। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গেছি। রাস্তার পাশে ও প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাজুড়ে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে।
শু/সবা
























