চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বুরি পার্কের পূর্ব পাশে ৭৭ কাঠা জমিতে ৪৩৭ কোটি টাকায় তিনটি বেইজমেন্টসহ ২৩ তলা কর ভবন নির্মাণ করা হবে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। ভবনে ১০ জন কর কমিশনারের অধীনে ১ হাজার কর্মকর্তা-কর্মচারী রাজস্ব আহরণের কাজ পরিচালনা করবেন।
প্রায় ৫ লাখ বর্গফুট আয়তনের ভবনটি সরকারি পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ আয়তনের স্থাপনা হবে। এতে চট্টগ্রামের চারটি করাঞ্চলের রেঞ্জ অফিস, সার্কেল অফিস, কর আপিল অঞ্চল, আপিল ট্রাইব্যুনাল, কর জরিপ অঞ্চল, কর আইনজীবীদের কার্যালয়, ব্যাংক, ডাকঘর, ডে কেয়ার সেন্টার, মিডিয়া সেন্টার, মাল্টিপারপাস হল, নারী-পুরুষের আলাদা এবাদতখানা, স্টাফ ও অফিসার ক্যান্টিন, গাড়ি পার্কিংসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা সম্প্রতি নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন এবং দরপত্র আহ্বান ও নির্মাণকাজ শুরুর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। প্রকল্প পরিচালক ও কর কমিশনার মো. মঞ্জুর আলম জানান, একনেকে অনুমোদনের পর নকশা চূড়ান্ত হয়েছে এবং আশা করা যাচ্ছে, দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ প্রক্রিয়া শেষে এ বছরের মধ্যে নির্মাণ কাজের চুক্তি হবে। ভবনের নির্মাণকাজ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “এটি কর পরিবারের স্বপ্নের ভবন। এক ছাতার নিচে সব সেবা এক জায়গায় নিয়ে আসা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”
এমআর/সবা






















