দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন সমাবেশ সফল করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্টেশন রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মকশেদ আলী মঙ্গলিয়া। সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার চৌধুরী।
সভায় বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল হক বাচ্চু, দৈনিক উত্তর বাংলার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তার সম্পাদক চিত্ত ঘোষ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
বক্তারা বলেন, প্রতিনিয়ত মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করছেন, ফলে তালিকা ছোট হওয়ার কথা থাকলেও ভূয়া মুক্তিযোদ্ধা যুক্ত হওয়ায় তালিকা দিন দিন বড় হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে প্রতিবাদ জানাতে হবে এবং ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অপসারণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সভায় জুলাই আন্দোলনে শহীদ ও মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/সবা























