দাগনভূঞা পৌরসভার মানব বর্জ্য ব্যবস্থাপনায় ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপনা বিষয়ে অভিহিতকরণ সভা রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীদুল ইসলাম জানান, দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের আওতায় দাগনভূঞা পৌরসভার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মাসুম বিল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সৌরভ হোসেন, ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রাসায়নবিদ মো. তানভীর, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হারুন, দৈনিক অজেয় বাংলার সম্পাদক সাংবাদিক সওকত মাহমুদ, ইমাম হাছান কচি, নুর হোসেন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটন, দাগনভূঞা জামায়াতে ইসলামী সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, আহম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমাম উদ্দিন, বিএনপি নেতা স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় প্রতিনিধিরা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করা হলে পৌরবাসীর পাশাপাশি আশপাশের ইউনিয়নেরও উপকার হবে। তারা প্রকল্পটি পৌর এলাকায় বাস্তবায়নের অনুরোধ জানান, কারণ আশেপাশের এলাকার পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় নানামুখী সমস্যার আশঙ্কা রয়েছে।
সভায় প্রশাসনের পক্ষ থেকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। জানানো হয়, এটি সম্পূর্ণ আধুনিক রিসাইকেল সিস্টেমে পরিচালিত হবে, যা মানুষের কোনো ক্ষতি না করে বরং উপকার বয়ে আনবে। প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রশাসক শাহীদুল ইসলাম।
এমআর/সবা























